Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে বিবিসি এই খবর জানিয়েছে।
একটি মিলিশিয়া বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আল-মায়া উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারটিকে গুলি করে নামানো হয়।
ঘটনাটিকে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীগুলোর বিরোধের ফল বলে মনে করা হচ্ছে।
স্থানীয় ব্যাংকের জন্য অর্থ পৌঁছে দিয়ে যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ত্রিপোলির দিকে ফিরছিল।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুবরণকারীদের মধ্যে উচ্চপদস্থ মিলিশিয়া সদস্যরাসহ ব্যাংককর্মীরাও ছিলেন।
ওই মিলিশিয়া মুখপাত্র আরো জানিয়েছেন, বেসামরিক ব্যাংককর্মীরা সুরমান শহর থেকে আসছিলেন।
২০১১ সালে দেশটির একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে বিভিন্ন গোত্রগত বিরোধ দেখা দেয়। সশস্ত্র ওই গোত্রগুলোর মিলিশিয়া বাহিনীই নিজস্ব অঞ্চলগুলোকে পৃথকভাবে শাসন করে আসছে।