Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : নতুন করে মেডিক্যাল ভর্তি পরীক্ষা গ্রহণ ও ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। তাদের অনেকের সঙ্গে অভিভাবকরাও এসেছেন। আজ রবিবার সকালে তারা এ বিক্ষোভ ও মানববন্ধন করে।
ভর্তীচ্ছু শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও। তারা শহীদ মিনারে এসে একাত্মতা প্রকাশ করে বক্তব্যও দিচ্ছেন।
ভর্তীচ্ছুরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আজকের মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষণা করেছে। তারা কাল সোমবার সকালে কালো কাপড়ে মুখ ও চোখ বেঁধে বিক্ষোভ করবে। শহীদ মিনারে জড়ো প্রায় অর্ধশত ভর্তীচ্ছু শিক্ষার্থী এখনো কর্মসূচি পালন করছে।