Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার যশলদিয়া এলাকায় দেশের সবচেয়ে বড় পদ্মার পানি শোধনাগার নির্মাণ প্রকল্পটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্প উদ্বোধন করেন তিনি।
এতে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. তাহসিন এ খান।
সূত্র জানায়, এ প্রকল্পটি লৌহজং উপজেলার পদ্মা পাড়ের যশলদিয়ায় ৯০ একর জমির ওপর নির্মিত হতে যাচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০৯ কোটি টাকা।
পদ্মার (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হলে দৈনিক ৪৫ কোটি লিটার বিশুদ্ধ খাবার পানি উৎপাদন করা যাবে। যা রাজধানীর ৩৫ লক্ষ মানুষের কাছে সরবরাহ করা হবে।