খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের জন্য আরেকটা স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন।
এ সময় কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন (ইসি) আপিল করলে সেটি আর নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ রেফারির মতো। নিরপেক্ষতা হারালে সেটি আর রেফারি থাকতে পারে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন যা শুরু করেছে, তাতে মনে হয় একটি দলের পক্ষে কাজ করছে তারা। আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করি না। জনগণের ভোটাধিকার অর্জনের জন্য রাজনীতি করি। নির্বাচন কমিশন সুপ্রীম কোর্ট থেকে জাতিসংঘে গেলেও আমার আপত্তি নেই। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি।
সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা ও দলের কালিহাতী উপজেলা শাখার সভাপতি হাসমত আলী বক্তব্য দেন।