Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলার বিচার শুরু হলো।
বুধবার এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে আংশিক শুনানির পর অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ-১ এর বিচারক আতাউর রহমান।
অভিযোগ গঠনের সময় ড. খন্দকার মোশাররফ হোসেন নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার আশা করেন।
মামলা সূত্রে জানা যায়, ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারের মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইনপরিপন্থি কাজ করেছেন। তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২.৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নং- ১০৮৪৯২) জমা করেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।
ড. খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন এ টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ২০১৪ সালের ৬ ফেব্র“য়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন। ১৪ আগস্ট ২০১৪ তারিখে দুদকের পরিচালক নাসিম আনোয়ার খন্দকার মোশাররফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।