খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে প্রথম স্তরে ঢাকা মেট্রো ও খুলনার মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ ও শেষ দিনের চা বিরতির কিছুক্ষণ আগে দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। ফলে ২৫ ওভারে খুলনার লক্ষ্য দাঁড়ায় ২৯৫ রানের।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনা ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তোলার পর ড্র মেনে নেয় ২ দল। শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন খুলনার ২ ওপেনার এনামুল হক (৩১) ও মেহেদী হাসান(৩১)। ৬.১ ওভারেই দলীয় হাফসেঞ্চুরি পূরণ করেছেন তারা ২জন।
২ ওপেনার সাজঘরে ফিরলে ইমরুল কায়েস ও জিয়াউর রহমান ১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পর ড্র হয় ম্যাচটি। ইমরুল ১৯ ও জিয়াউর ৩ রানে অপরাজিত থাকেন। খুলনার যাওয়া ২টি উইকেটই নিয়েছেন আরাফাত সানী।
এর আগে শামসুর রহমান (১৪৪) ও মাহমুদউল্লাহ রিয়াদের (১৩২) জোড়া সেঞ্চুরিতে ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে ৩৯৯ রান সংগ্রহ করে। জবাবে খুলনা ইমরুল কায়েসের (১৬৩) রানের ওপর ভর করে ৩৬৭ রান সংগ্রহ করে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো, প্রথম ইনিংস: ৩৯৯/১০, ১১৫.১ ওভার (শামসুর ১৪৪, মাহমুদউল্লাহ ১৩২, শরীফউল্লাহ ৩৯, আরাফাত সানী ১৯*; মিরাজ ৫/৯৬, রাজ্জাক ৩/১১৩, রবিউল ২/৭১) ঢাকা মেট্রো,
দ্বিতীয় ইনিংস: ২৬২/১০, ১০৭.৫ ওভার (শরীফউল্লাহ ৬৭, মারুফ ৪৪, শামসুর ৪২, আসিফ ৩২, আরাফাত সানী ২৩; মিরাজ ৩/৫৮, রাজ্জাক ৩/১৩৬, আবু বক্কর ২/১৬)।
খুলনা বিভাগ, প্রথম ইনিংস: ৩৬৭/১০, ১০৩ ওভার (ইমরুল ১৬৩, নুরুল ৭৬, মিরাজ ২৮, এনামুল ২৪; আবু হায়দার ৪/৭৯, আসিফ ২/১০, মাহমুদউল্লাহ ২/৮০)
খুলনা বিভাগ, দ্বিতীয় ইনিংস: ৮৪/২, ২০ ওভার (এনামুল ৩১, মেহেদী ৩১, ইমরুল ১৯*; আরাফাত সানী ২/২১)।
ফল : ম্যাচ ড্র
ম্যাচসেরা : শামসুর রহমান (ঢাকা মেট্রো)