খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : আফগানিস্তান ও পাকিস্তানের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোর শিশুরা ‘জরুরি ত্রাণ সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে ফের মৃত্যুর হুমকির মুখে পড়েছে’ বলে সতর্ক করেছে ইউনিসেফ।
মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অর্ধেকই শিশু বলে ধারণা করা হচ্ছে।
সোমবার আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে প্রতিবেশী তাজিকিস্তান ও ভারতও কেঁপে ওঠে। বাংলাদেশ থেকেও অনুভূত হয় এই ভূকম্পন।
আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পদুর্গত এলাকায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে ১২জন স্কুল ছাত্রীও রয়েছেন। এছাড়া আহত আরো এক হাজার মানুষের মধ্যেও শিশু রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক।
দেশটির কুনার, তাখহার, বাদাখশান ও নানগারখার প্রদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ওসিএইচএ।
আফগানিস্তান অংশে ভূমিকম্পে আহত এক কিশোরীকে জালালাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
আফগানিস্তানের জালালবাদে ভূমিকম্পে আহত একটি মেয়েকে হাসপাতালে নিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের পর দুইদিন ধরে হিন্দুকুশ পর্বতের ওই প্রত্যন্ত এলাকাগুলোর কোথাও কোথাও তীব্র বৃষ্টিপাত ও অপর অংশগুলোতে তুষারপাত হচ্ছে।
দুর্গত এলাকাগুলোর অবস্থান দুর্গম স্থানে হওয়ায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং এলাকাগুলো নিরাপত্তা অভিযানের আওতায় থাকায় সেখানে প্রবেশও কষ্টসাধ্য।
এতে দুর্গত শিশুরা মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
ইউনিসেফ আফগানিস্তান ও পাকিস্তান সরকারের সঙ্গে কাজ করছে এবং দুর্গত এলাকাগুলোর হাজার হাজার ক্ষতিগ্রস্ত শিশু ও তাদের পরিবারের জন্য জীবনরক্ষাকারী ত্রাণ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।