Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Nazirpurখোলাবাজার ।। আজ ২৮শে অক্টোবর ২০১৫ইং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালীখালী ইউয়ন সম্মেলন ছাচিয়া বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন পিরোজপুর জেলা বিএনপির জেলা সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। সম্মেলনে মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও মোঃ মোশারেফ হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান দুলাল, সাধারন সম্পাদক আবু হাসান খান, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহীদ, মির্জা জহিরুল হক, এ্যাডঃ মনিরুল ইসলাম মনির, নাদির খান রাজু, ছাত্রনেতা এমদাদুল হক মাসুদ, তানজিদ হাসান সাওন, নাজিরপুর উপজেলা যুবদলের সভাপতি সাফিকুল ইসলাম সাফিক, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবির রাসেল প্রমুখ। সম্মেলনে শেষে ফেরাত পথে আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নেতৃবৃন্দের উপর হামলা চালায়। এতে আনুমানিক ৮/১০ জন আহত হয়।