খোলাবাজার২৪.কম।। তোফাজ্জল হোসেন ঃঅপরাজিতা প্রকল্পের মাধ্যমে নারী পুরুষের বৈষম্য কমে আসবে।গত বুধবার নরসিংদী টাউন হল মিলনয়তনে অপরাজিতা সম্মেলনে প্রধান অতিথির জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান একথা বলেন। “এগিয়ে চলছে নারী,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অপরাজিতা সম্মেলন -২০১৫ গত বুধবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্টিত হয়েছে।নাজমুন্নাহার আমিনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রেহান উদ্দিন,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা মাসুদা ইসলাম, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমন্টে সমন্বয়কারী জীবন কৃষ্ণ সাওজাল, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লায়েছ মিয়া, নরসিংদীর পৌর কাউন্সিলর ইয়াছমিন সুলতানা, মাহফুজা আক্তার মিতু, শাহনাজ আক্তার, চর উজিলাব ইউপি সদস্য সুফিয়া আক্তার, সল্লাবাদ ইউপি সদস্য শাহিদা আক্তার, সাংবাদিক নিবারণ রায়, মনজিল-এ-মিল্লাত, তোফাজ্জল হোসেন, শাহিন মিয়া প্রমুখ।
ক্ষমতা কাঠামোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে নারীকে যুক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সেবাসমূহকে জেন্ডার সংবেদনশীল এবং জনমূখী করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে দরিদ্র, অবহেলিত জনগোষ্ঠীর কাছে সেবা ও তথ্য পৌছে দেয়ার লক্ষ্যে ২০১১ সালে, ‘অপরাজিতা’ কর্মসূচি যাত্রা শুরু করে। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দারিদ্রতাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি নারী-পুরুষের মধ্যকার বৈষম্য কমিয়ে আসবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
সম্মেলনে বেলাব উপজেলার ৮টি ইউনিয়ন এবং নরসিংদী জেলা সদরে ১০০ জন সুফিয়া কামাল ফেলো অংশগ্রহণ করে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে চলচ্চিত্র পদর্শনী ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।