Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

L-picture-1 (28)খোলাবাজার২৪.কম ।। তোফাজ্জল হোসেন ঃ প্রখ্যাত মোফাচ্ছেরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব নরসিংদীর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়ার প্রধান মুহাদ্দিস মাওলানা কাজী মোঃ ইব্রাহীম বলেছেন আগামী বিশ বছরের মধ্যে গোটা বিশ্ব ইসলামের পতাকাতলে চলে আসবে,প্রতি চব্বিশ ঘন্টায় আটচল্লিশ হাজার অমুসলীম ইসলাম ধর্ম গ্রহণ করছে।
তিনি বুধবার নরসিংদীর সদর উপজেলা মোড়স্থ ভেলিন্ডা রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামি ল’ইয়াস কাউন্সিল নরসিংদী শাখা আয়োজিত ‘নবাগত, হাজীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি এড. মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষানবীস এড. মোঃ আমীরুল ইসলাম।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মোঃ শাহ জাহান, এড. মামুনুর রশিদ, এড. মোঃ বশিরুল কাদের, এড. মোঃ আবু সাইদ, এড. বশিরুল ইসলাম, এড. মোঃ আমজাত হোসেন , এড. খন্দকার আতাউর রহমান, এড. মোঃ অলীউল্লাহ, এড. আবদুল্লাহেল ওয়ালী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খন্দকার, এড. আবদুল হান্নান ভূইয়াসহ নবীন ও প্রবীন আইনজীবীগন।
প্রধান অতিথি বলেন, ল’মানে আইন। আর এ ল’ হলো আরবী ভাষা। আদম ও হাওয়ার মাতৃভাষা ছিল আরবী। কোরআন ও হাদীসের আলোকে জীবন গঠন করতে হবে। ইংল্যান্ড ও আমেরিকাতে প্রতিদিন অমুসলীমরা দলে দলে ইসলাম ধর্মে দিক্ষিত হচ্ছে। বিধর্মীরা কোরআন চর্চা করছে। জনসংখ্যার দিক দিয়ে মুসলমানরা বিশ্বশাসনের ক্ষমতা রাখে। নাসার বিজ্ঞানীরা কুরআন ও বিজ্ঞানের চর্চা করছে।
তিনি নীল অর্মসটং এর ইসলাম ধর্ম গ্রহনের কাহিনী আইন জীবীদের সামনে তুলে ধরেন। এমন সময় আসছে যখন গোটা বিশ্ব সৃষ্টিকর্তা মুখী হবে। মুক্তির জন্য নাজাতের জন্য কোরআনের দিকে ফিরে আসতে হবে। পচিশ বছর পর প্রচলিত আইন চলবেনা। সিরীয়াতে হাশরের ময়দান হবে। বিশ্বর পরা শক্তি যেভাবে মারমুখী হচ্ছে এতে বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যভাম্বী। আর এ যুদ্ধ হলে বিশ্বের চারশত মানুষ ধ্বংস হয়ে যাবে। বর্তমানে হেরোইনের চেয়ে ভয়ংকর হলো পূর্ণগ্রাফি। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে পূর্নগ্রাফি থেকে দূরে সরে আসতে হবে। কোরআন তেলাওয়াতের ৪টি নিরাপত্তার ধিক তিনি তুলে ধরেন। কোরআন সঠিকভাবে পাঠ করলে কেউ পথ হারা হবে না। তিনি কোরআন সুন্নাহর আলকে ইসলামী আইন সর্বস্তরে চালু করতে আইনজীবীদের প্রতি আহবান জানান। আলোচনা শেষে ল’ইয়াস কাউন্সিল উপস্থিত আইনজীবীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করে।