Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : আদালতে সহকারী জজ হিসাবে ৫০ জনকে নিয়োগ দিয়ে 81প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন মন্ত্রণালয়ের উপ-সচিব বিকাশ কুমার সাহার স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি হয়।
জুডিশিয়াল সার্ভিসের অষ্টম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৫০ জন এই নিয়োগ পেলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আওতায় এই ৫০জনকে নিয়োগ দেওয়া হল।
বিভিন্ন জেলায় তাদেরকে পদায়নও করা হয়। আগামী ১৫ নভেম্বর তাদেরকে সংশ্লিষ্ট এলাকায় যোগদান করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগের পর ২ বছর তারা শিক্ষানবিশ স্তরে থাকবেন। স্থায়ী করার আগে মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত ২ বছরপর্যন্ত বাড়ানো যাবে।
“শিক্ষাবিশ মেয়াদে সুপ্রিম কোর্টের পরামর্শে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর শর্তাদি প্রতিপালন সাপেক্ষে তাদেরকে স্থায়ী করা হবে।।”
এই বিচারকরা হলেন, তরিকুল ইসলাম, বাদল কুমার চন্দ, রুবাইয়া আক্তার, শাফিয়া শারমিন, মোহাম্মদ রেজাউল হক, সহদেব চন্দ্র রায়, সাবিনা ইয়াসমীন, মুহাম্মদ জিয়াদুল ইসলাম চৌধুরী, ফারহা নূর রহমান, মো. আসাদুজ্জামান, কার্তিক চন্দ্র ঘোষ, মহসিনা হোসেন তুষি, সুমন কুমার কর্মকার, নয়ন বিশ্বাস, ফারাহ্ দিবা ছন্দা, মো. সেলিম রেজা, মো. উজ্জল মাহমুদ, অরূপ কুমার বসাক, জুয়েল দেব, মো. মঞ্জুরুল ইসলাম, মো. লিটন হোসেন, মাইনুল ইসলাম, উজমা শুকরানা, শামীমা খাতুন, মো. জাকী-আল-ফারাবী, তারান্নুম রাহাত, মিলন চন্দ্র পাল, আসমা মাহমুদ, সুবর্ণা সেঁজুতি, মো. সোয়েবুর রহমান।
অন্যরা হলেন, আশরাফুন নাহার, পবন চন্দ্র বর্মন, নুসরাত শারমিন, রাজিব আহমেদ তালুকদার, সুধাংশু শেখর রায়, জান্নাতুল রাফিন সুলতানা, উৎপল ঘোষ, মো. মনিরুজ্জামান সরকার, সোহেল ম্রং, মোহাম্মদ আশিকুর রহমান, বিলাস মন্ডল, আরোবিয়া খানম, সাদিয়া আফরীন, সারোয়ার জাহান, আকরামুল ইসলাম, নুসরাত মোস্তারী, মোহম্মদ ইকবাল হোসেন, ইয়াসমিন নাহার, মো. আল মেহবুব, আনোয়ার হোসেন সাগর।