খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডার থাকার নিয়ম ওয়ানডে ক্রিকেটে বড় সংগ্রহ গড়ার পথ তৈরি করেছে বলে মনে করেন শচিন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস গড়ার পর এমন মন্তব্য করেন কিংবদন্তি এই ক্রিকেটার।
গত রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪৩৮ রান করে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ২১৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।
ওয়ানডে ক্রিকেটের বর্তমান নিয়ম অনুযায়ী, প্রথম ১০ ওভারে মাত্র দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখা যাবে। আর ১১ থেকে ৪০ ওভার পর্যন্ত বৃত্তের বাইরে থাকতে পারবে ৪ জন ফিল্ডার। শেষ দশ ওভারে বৃত্তের বাইরে রাখা যাবে ৫ জন ফিল্ডার।
ত্রিশ গজ বৃত্তের বাইরে মাত্র চার জন ফিল্ডার রাখার নিয়ম নিয়ে কথা বলতে গিয়ে টেন্ডুলকার বলেন, ‘৩০ গজের বৃত্তের বাইরে আপনি শুধু চার জন ফিল্ডার পাবেন এবং এটা নিশ্চিতভাবে বোলারদের ওপর বেশ চাপ ফেলে’।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে অল স্টার সিরিজের জন্য অনুশীলন করার ফাঁকে টেন্ডুলকার বলেন, ‘বৃত্তের বাইরে চার জন ফিল্ডার থাকায় বাউন্ডারি থেকে রান করার সুযোগ বেড়ে গেছে ব্যাটসম্যানদের’। ব্যাটসম্যানরা এখন আরও ঝুঁকি নিতে প্রস্তুত। ৃব্যাটসম্যানরা এমন সব শট খেলছে, যেগুলো আগে কেউ খেলত না।
ভারত দলের সমন্বয় নিয়ে টেন্ডুলকার কোনো কথা বলতে রাজি হননি। তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের প্রশংসা করতেও কার্পণ্য করেননি তিনি। বিশেষ করে মুম্বাইয়ে শতক করা তিন ব্যাটসম্যান কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি আর এবি ডি ভিলিয়ার্সের প্রশংসা করেন টেন্ডুলকার।