খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : হাইকোর্টের ৪১ বিচারপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরির। এ ঘটনায় আসাদুল্লাহ নামে কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার এ চিঠিটি পাঠানো হয়।
এ ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম জানান, হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের কক্ষের সামনে এ বিষয়ে প্রচারপত্র বিলি করার সময় আসাদুল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার মো. সফিক ওই কুরিয়ার সার্ভিসের কর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অজ্ঞাত ঠিকানা থেকে ওই চিঠি পাঠানো হয়েছে।