Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : খুলনার চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার যুক্তিতর্কের 93দিন ১ নভেম্বর ধার্য করা হয়েছে।
বুধবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) দিলরুবা সুলতানা এ দিন ধার্য করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মোমিনুল ইসলাম জানান, বুধবার ফৌজদারি কার্যবিধির ৩৫২ ধারা অনুযায়ী আসামিদের বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। ধার্য দিনে মামলার ৩৮ জন সাক্ষীর আদালতে দেওয়া সাক্ষ্য পৃথকভাবে তিন আসামি ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও পাতানো চাচা মিন্টু খানকে সংক্ষিপ্ত আকারে পড়ে শোনানো হয়। এরপর আদালত তিন আসামিকেই এ বিষয়ে তাদের কিছু বলার আছে কি-না জানতে চান। তিনজনই নিজেদের নির্দোষ দাবি করে তাদের কোন সাফাই সাক্ষী নেই বলে জানান। আদালত তাদের কথা শোনার পর আগামী ১ নভেম্বর মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেন।
গত ২৫ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ কার্যক্রমে আদালতে উভয়পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকেলে নগরীর শরীফ মোটর্সে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেওয়া হয়। অতিরিক্ত বায়ুর চাপে গুরুতর অসুস্থ রাকিবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু রাকিবকে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ ও মিন্টু মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে ক্ষুব্ধ জনতা। পরে শরীফের মা বিউটি বেগমকেও গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন নিহত শিশুর বাবা মো. নূরুল আলম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৫ আগস্ট এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।