খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি হত্যার রাজনীতি করে না। কাজেই কেউ ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করলে বিএনপি তার দায় নেবে না। তবে, অন্যায়ভাবে বিএনপির কোনো কর্মীকে জড়িয়ে দলকে হেয় করার অপচেষ্টা হলে বিএনপি তা প্রতিহত করবে।
খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষে আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দেন নজরুল ইসলাম খান।