Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বিয়ের কথা শোনা 100যাচ্ছিল কয়েক মাস ধরেই। তবে শুভদিনটা কবে তা নিশ্চিত করে জানা যাচ্ছিল না। অবশেষে জানা গেল বিয়ের তারিখ।
আগামীকাল (বৃহস্পতিবার) বান্ধবী গীতা বসরাকে বিয়ে করছেন হরভজন। বুধবার তাদের গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে।
বিয়ের অনুষ্ঠানের জন্য জলন্ধরে হরভজনের বাড়ির কাছে একটি কাব বুক করা হয়েছে। বিয়ের দুদিন পর দিল্লিতে বড় পরিসরে হবে রিসিপশন।
ভারতের জাতীয় দলের এই তারকা স্পিনারের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকা বেশ লম্বা। ঠিক কতজন বা কে কে থাকবেন, তা এখনও পুরোপুরি জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যুবরাজ সিং ও বিরাট কোহলিসহ ভারতের জাতীয় দলের প্রত্যেকেই হরভজনের দেওয়া পার্টিতে থাকবেন। এ মুহূর্তে ভারত সফর করছে দণি আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। দণি আফ্রিকার অনেক ক্রিকেটারের সঙ্গে হরভজনের সম্পর্ক বেশ ভালো। তাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হয়েছে। বেশ কিছু হাইপ্রোফাইল ব্যবসায়ীকেও নিমন্ত্রণ করেছেন এই অফস্পিনার।
গত বছর আইপিএলের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন মডেল ও নায়িকা গীতা বসরা। মাঠের খেলা দেখতে দেখতে হরভজনের সঙ্গে শুরু হয় মনের খেলা। এক বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের ঘোষণা দেন হরভজন।