Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী প্রকাশ অস্ট্রেলিয়া বলে 103জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।
বুধবার অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানিয়েছেন ।
সাক্ষাতের শুরুতেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই সর্ব প্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধে একমাত্র খেতাবপ্রাপ্ত অস্ট্রেলীয় মুক্তিযোদ্ধা ডব্লিউ এ এস ওডারল্যান্ড বীর প্রতীকে ভূষিত হয়েছেন।’
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি তৈরিতে অস্ট্রেলিয়ার কারিগরি সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেয়ার জন্য অস্ট্রেলীয় হাইকমিশনারকে অনুরোধ জানান কর্মসংস্থানমন্ত্রী।
বাংলাদেশের ওয়েল্ডিং ও ইলেকট্রিক ট্রেডে দক্ষ শ্রমিক নেয়ার প্রস্তাব দেন। এছাড়াও কৃষি, পশুপালন ও আবাসনে শ্রমিক নেয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়।
দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা ও এ বিষয়ে তার দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন অস্ট্রেলীয় হাইকমিশনার।
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি প্রেরণে অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে এবং এজন্য প্রশংসার দাবিদার। অস্ট্রেলিয়াও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায়।’
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার ইফতেখার হায়দার, যুগ্মসচিব মোহাম্মদ আজাহারুল হক, মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী এবং অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান।