খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : সিরিয়া বিষয়ক ভিয়েনা শান্তি আলোচনায় যোগ দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। চার বছর যাবত চলতে থাকা সিরিয়া সংকট অবসানের লক্ষ্যে ভিয়েনায় এ বৈঠকে হতে যাচ্ছে। খবর প্রেসটিভির।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম জানান, আমন্ত্রণ পাওয়ার পরই পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।তিনি ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আফখাম জানান, সিরিয়া ইস্যু বাদেও রাশিয়া ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জাওয়াদ জারিফ কথা বলবেন।
আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘ভিয়েনা বৈঠ’ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে বৈঠক শুরুর আগে প্রস্তুতিমূলক অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ভিয়েনা বৈঠকে আমেরিকা, রাশিয়া, ইউরোপ এবং কয়েকটি আরব দেশের কূটনীতিকও অংশ নেবেন। এর আগে মঙ্গলবার জাওয়াদ জারিফ ফোনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেন। এতে তিনি চলমান সংকট সমাধানে আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণে আন্তঃসিরিয়া বৈঠক অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।