খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: নারীরা অতিরিক্ত উঁচু জুতা পরতে পারবে না। ইতালির একটি স্কুল এমনই এক আইন করেছে। বুধবার ইতালির বিভিন্ন মিডিয়া এ খবর নিশ্চিত করে।
অতিরিক্ত উঁচু জুতা নিষিদ্ধ হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, হঠাৎ নেমে আসা কোনো দুর্যোগের মুহূর্তে এসব জুতা বিপদের কারণ হয়ে উঠে। ভূমিকম্প এলে এসব জুতা পরে দৌড়ানোও সম্ভব নয়। এছাড়া অতিরিক্ত উঁচু জুতা সাধারণ চলা ফেরাতেও কষ্টদায়ক।
ইতালির এল একুলা রাজ্যের একটি হাইস্কুল এ উদ্যোগ নিয়েছে। কর্তৃপক্ষ বলেছে, জীবনের চেয়ে ফ্যাশন বড় নয়। তারা মনে করে এ নিষেধাজ্ঞা সব জায়গায় আরোপ করা উচিত।
স্কুল কর্তৃপক্ষ জুতার একটি মাপও নির্ধারণ করে দিয়েছে। আইন অনুযায়ী কোনো জুতা চার সেন্টিমিটারের বেশি উঁচু হতে পারবে না।