খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: বাংলাদেশে জঙ্গি ও আইএস বলতে কিছু নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচন ও এর সুফল’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এ আলোচনা সভার আয়োজন করে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বাংলাদেশে জঙ্গি ও আইএস বলতে কিছু নেই কিন্তু বেগম খালেদা জিয়া জঙ্গি ও আইএস নামে জুজু’র ভয় দেখিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ছক আঁকছেন।
তিনি বলেন, দেশের জঙ্গি ও আইএস না থাকলেও জঙ্গি ও আইএস’র কথা বলে বেগম জিয়া দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। এসময় বিএনপি ও জামায়াত বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
দলীয় প্রতীকে নির্বাচন প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হতে পারে। তবে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে দল যাকে সমর্থন দেবে তার পক্ষেই দলের সবাইকে কাজ করতে হবে।