খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: আন্তঃব্যাংক লনেদনে দ্রুত ও ঝুঁকমিুক্ত করার লক্ষ্যে দশেরে ৫৫টি ব্যাংকরে অংশগ্রহণে আজ চালু হয়ছেে রয়িাল টাইম গ্রোস সটেলেমন্টে (আরটজিএিস) ব্যবস্থা।
আজ সকালে বাংলাদশে ব্যাংকরে গর্ভনর ড. আতউির রহমান ব্যাংকরে জাহাঙ্গীর আলম কনফারন্সে হলে এ ব্যবস্থার আনুষ্ঠানকি উদ্বোধন করনে।
অনুষ্ঠানে বাংলাদশে ব্যাংকরে ডপেুটি গর্ভনর ও নর্বিাহী পরচিালকবৃন্দ, বাস্তবায়নকারী সংস্থার ব্যবস্থাপনা পরচিালক এবং দশেে র্কমরত তফশলিী ব্যাংকরে ব্যবস্থাপনা পরচিালকগণ উপস্থতি ছলিনে।
জএেফপআির (জাপান ফান্ড ফর প্রোর্ভাটি রডিাকশন) এবং এশীয় উন্নয়ন ব্যাংকরে র্আথকি এবং বশ্বি ব্যাংকরে কারগিরি সহায়তায় বাস্তবায়তি এ পরশিোধ ব্যবস্থায় দশেরে ৫৬ টি তফসলিী ব্যাংকরে প্রায় ৯০০০ শাখার মধ্যে ৫৫টি ব্যাংকরে ৫০০০ এরও অধকি অনলাইন শাখার গ্রাহকরা প্রথমদনি হতইে এ সবো গ্র্রহণ করতে পারবনে, বাকী শাখাগুলো ক্রমইে এ ব্যবস্থার সাথে যুক্ত হতে থাকব।ে আরটজিএিস ব্যবস্থায় ১,০০,০০০ টাকা বা তর্দুদ্ধ অংকরে আন্তঃব্যাংক লনেদনেে তাৎক্ষনকিভাবে নস্পিত্তি করা যাব,ে স্থানীয় মুদ্রার পাশাপাশি এ ব্যবস্থায় দশেরে অভ্যন্তরে পাঁচটি বদৈশেকি মুদ্রায় লনেদনে করা যাব।ে কন্দ্রেীয় আরটজিএিস ব্যবস্থার বাস্তবায়নরে জন্য প্রয়োজনীয় সলউিশন প্রদান করছেে সুইডনে ভত্তিকি প্রতষ্ঠিান মর্সোস সএিমএ স্মল সস্টিমে এব,ি মর্সোস স্পকেট্রাম ইজ্ঞনিয়িারংি কনর্সোটয়িাম লঃি সএিমএ-এর স্থানীয় প্রতনিধিি হসিবেে কাজ করছে।ে অপরদকিে আরটজিএিস ব্যবস্থায় সংযুক্ত হবার জন্য অংশগ্রহণকারী প্রতটিি ব্যাংক নজি নজি ব্যাংকরে পক্ষে সলউিশন প্রভাইডর নয়িোগ কর।ে
গর্ভনর তার বক্তব্যে বলনে য,ে আরটজিএিস ব্যবস্থা বাস্তবায়নরে মধ্যে দয়িে দশেরে পমেন্টে সস্টিমেস্ এক নতুন উচ্চতায় উন্নীত হলো। তনিি আরো বলনে, ২০১০ সাথে চকে ক্লয়িারংি ব্যবস্থার আধুনকিায়নরে মাধ্যমে যে যাত্রা আমরা শুরু করছেলিাম আজ আরটজিএিস ব্যবস্থার বাস্তবায়নরে মধ্যে দয়িে এর প্রথম অধ্যায়রে সফল পরসিমাপ্তি হলো। নর্ধিারতি সময়রে মধ্যে আরটজিএিস ব্যবস্থা বাস্তবায়নে বাংলাদশে ব্যাংকরে সাথে সমম্বয়রে মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করতে পারায় তনিি তফসলিী ব্যাংক সহ সংশ্লষ্টি সকল পক্ষকে অভনিন্দন জ্ঞাপন করনে। বাংলাদশেরে ব্যাংকংি ব্যবস্থার অগ্রযাত্রায় সহযোগতিার হাত বাড়য়িে দয়োর জন্য গর্ভনর জাপান সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক এবং বশ্বি ব্যাংকরে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনে।