Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে 59উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘গেট ইন দ্যা রিং’ (জিআইটিআর)।
আগামী ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক এ প্রতিযোগিতার আয়োজন করছে বেসরকারি খাতের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার ন্যাশনাল ফাইনালের বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপার্চায অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘গেট ইন দ্যা রিং’ ক্ষুদ্র পরিসরের আঞ্চলিক কার্যক্রম থেকে বর্তমানে ৬৪টি অংশগ্রহনকারী দেশের সমন্বয়ে একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এ বছর প্রতিযোগিতার চতুর্থ ভার্সনের লক্ষ্য হচ্ছে ১০০টি দেশকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা।
এ সময় গোলাম রহমান বলেন, ‘এই প্রতিযোগিতাটি সম্ভাবনাময় উদ্যোক্তাদের এমন একটি জায়গায় উপস্থাপন করে যেখান থেকে তারা সমগ্র বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এ প্ল্যাটফর্মটি হল বৈশ্বিক প্রতিযোগিতার একটি অনলাইন মাধ্যম, যার মাধ্যমে আগ্রহী বিনিয়োগকারীরা তরুন উদ্যোক্তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রতিটি কোনায় লুকিয়ে থাকা সুপ্ত ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের খুঁজে বের করে এনে, তাদের বাছাই, প্রশিক্ষণ, পরিচর্যা ও মূলধন প্রদান করা।’
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন জিআইটিআর বাংলাদেশের প্রজেক্ট আর্ট ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান, চিফ ট্রেনার সৈয়দ মারুফ রেজা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইভেন্ট চিফ মাসুম ইকবাল ও সহকারি পরিচালক আনোয়ার হাবিব কাজল প্রমুখ।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য িি.িমরঃৎ.পড়/ধঢ়ঢ়ষু ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।