খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মহাসিন-উল-ইসলাম হাবুলকে পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠনতন্ত্রের ৩৯ ধারার ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
হাবুল বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন।