খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: খাটো পোশাক পরে বিমানে উঠতে বাধার মুখে পড়ল ভারতের কণাটকের এক তরুণী। সোমবার মুম্বই থেকে দিল্লিগামী বিমানে ওঠার সময় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বাধার সম্মুখিন হন এই তরুণী। পরে পোশাক পাল্টে দিল্লি যাওয়ার অন্য বিমান ধরেন ওই তরুণী।
খবরের সত্যতা স্বীকার করে এই বিমান সংস্থার কর্পোরেট কমিউনিকেশন বিভাগ জানিয়েছে, ওই তরুণী ইন্ডিগোর প্রাক্তন কর্মী। তাঁর ভাই বর্তমানে ইন্ডিগোর কর্মী। কর্মীদের পরিবারের জন্য ইন্ডিগোর নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। এ কথা তাঁদের জানা ছিল। তাই আপত্তি জানানোর পরেই ওই তরুণী পোশাক পাল্টে নেন। কোনও অভিযোগও দায়ের করেননি তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া