Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: বার্সেলোনা মালশীয়া একাডেমি থেকে গড়ে উঠা 71দুরন্ত এক ফুটবলারের নাম লিওনেল সবংংর-হবুসধৎমসি। বর্তমানে সময়ের সেরা খেলায়াড়দের তালিকা করা হলে তার নাম আগে রাখতে চাইবেন অনেকেই। ২০০৪ সালে বার্সার মূল দলে খেলা শুরু করেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে ইতোমধ্যে প্রায় ১১টি বছর সাফল্যের সঙ্গে কাটিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ২০১৩ সালে ক্যাম্প ন্যুতে এসেছেন নেইমার। সম্প্রতি তার ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন রয়েছে। তবে বার্সার প্রাক্তন সভাপতি হুয়ান লাপোর্তা মনে করেন নেইমারের বার্সায় থাকা নিয়ে সন্দেহ থাকলেও কখনো ক্লাব পরিবর্তন করবেন না মেসি।
লিগামেন্টের চোটের কারণে আট সপ্তাহ মাঠের বাইরে ছিটকে পড়েছেন মেসি। আজেন্টাইন এই স্ট্রাইকার মাঠের বাইরে থাকায় তার ক্লাব ছাড়া নিয়ে আবারও ইংলিশ গনমাধ্যমে গুঞ্জনের ঝড় উঠেছে। অনেকেই মনে করছে, স্পেনের কর ব্যবস্থা নিয়ে বিরক্ত মেসি হয়ত বার্সেলোনা ছেড়ে যাবেন। এছাড়া বার্সার আরেক তারকা নেইমারকেও পাওয়ার আগ্রহ দেখিয়েছে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
গনমাধ্যমের এমন গুঞ্জনে এক সংবাদ সম্মেলনে লাপোর্তা বলেন, ‘মেসি কখনও বার্সা ছাড়বে না। এটা আমাদের প্রতীক ও হৃদয়ের অংশ। সভাপতি থাকা অবস্থায় আমি তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক প্রস্তাব পেয়েছি। বিশেষ করে ইন্টার মিলান, যারা কিনা তার রিলিজ ক্লজের অর্থও দিতে চেয়েছিল। আমি সবসময়ই তা নাকচ করে দিয়েছি।’
ব্রাজিল অধিনায়ক নেইমার প্রসঙ্গে লাপোর্তা বলেন, ‘নেইমারের জন্য এটা আলাদা বিষয়। ক্লাবের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ভারসাম্য আনতে বর্তমান সভাপতিকে অবশ্যই খেলোয়াড় বা সম্পদ বিক্রি করতে হবে। উত্তম সমাধান হচ্ছে, সেরা একজন খেলোয়াড়কে বিক্রি করা।’
বার্সেলোনার হয়ে সম্প্রতি দারুণ পারফর্ম করছেন দলটির আক্রমণভাগের আরেক তারকা লুইস সুয়ারেজ। তাই দলের স্বার্থে হয়তো নেইমারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করতে পারে কাতালান ক্লাবটির কর্তব্যক্তিরা।