খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫: দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বন্ধুর নামে তার সহপাঠী ভুয়া ফেসবুকে অ্যাকাউন্ট করে তাতে অশ্লীল পোস্ট করে। আর এতেই অভিমানে সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহননের পথ বেছে নেয় মেয়েটি। আত্মহত্যায় প্ররোচনার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ওই ছেলেটিকে।
ভারতের মুম্বায়ের ওই ছেলেটির বিরুদ্ধে এই ঘটনার আগে মেয়েটির বাবা-মা থানায় অভিযোগ করেছিলেন। ছেলেটি তার সহপাঠী মেয়েটিকে উত্ত্যক্ত করত। পুলিশ সঙ্গে সঙ্গে ছেলেটিকে থানায় ডেকে এনে সাবধান করে দেয়।
এরপর প্রতিশোধপরায়ণ হয়ে ছেলেটি ওই মেয়েটির নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে। তাতে তার নামে অশ্লীল পোস্ট দেয়। বিষয়টি তার সহপাঠী ও পরিচতজনদের মধ্যে ছড়িয়ে পড়ে। সেটি নজরে আসে মেয়েটির। এতে মারাত্মকভাবে মর্মাহত হয়ে মেয়েটি নিজেকে আড়াল করার চেষ্টা করে। যার শেষ পরিণতি হিসেবে ২০ অক্টোবর মিরা রোডের একটি সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেয় সে।
ছেলেটি এখন মুম্বাইয়ের একটি কিশোর শোধনাগারে রয়েছে।