খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে ১২ জনকে আটক করা হয়েছে, যারা প্রশ্ন দেওয়ার কথা বলে প্রতারণা করছিল বলে গোয়েন্দা পুলিশের দাবি।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ফার্মগেইট, নাখালপাড়া ও তেজকুনি পাড়া এলাকা থেকে তাদের আটক করে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭৬টি কেন্দ্রে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে। এক হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭১ হাজার ৩৫০জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী জানান, প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণার খবর পেয়ে প্রথমে ফার্মগেইট এলাকা একজনকে আটক করা হয়। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাকিদের আটক করে।
গত কয়েক বছর ধরে পরীক্ষার হলে জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগের কারণে এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে।