খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: .একশত টাকা মূল্যের প্রাইজবন্ডের ড্র আগামী রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হবে। সরকারি তথ্য বিবরণীতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী একশত টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র তিন মাস পর পর মাসের শেষ তারিখে অনুষ্ঠিত হয়। অক্টোবর মাসের শেষ দিন সরকারি ছুটি থাকায় পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র তে ৬ লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, ৫০ হাজার টাকার দু’টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।