খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ই’, ‘জি’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে ১৮ হাজার ৪৭২ জন, ‘জি’ ইউনিটে (ইনস্টিটিউট অব আইবিএ-জেইউ) ৫০টি আসনের বিপরীতে ছয় হাজার ৪৪৮ জন এবং ‘এফ’ ইউনিটে (আইন অনুষদ) ৫৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ১৬৭ জন শিক্ষার্থী এবার আবেদন করেছিলেন।
প্রকাশিত ফলাফলে প্রতি ইউনিটে মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে বলে মোহাম্মদ আলী জানান।
বৃহস্পতিবার সকাল থেকে ছয়টি পালায় এই তিন ইউনিটের পরীক্ষা হয়। পরে রাতে ফলাফল প্রকাশ করা হয়।
আবেদনকারীদের মধ্যে ‘জি’ ইউনিটে ৭৪ শতাংশ, ‘ই’ ইউনিটে ৯০ শতাংশ এবং ‘এফ’ ইউনিটে ৮২ শতাংশ পরীক্ষায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িলঁহরা.বফঁ/ধফসরংংরড়হৎবংঁষঃং/ থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে ঔট<ঝঢ়ধপব>জ<ঝঢ়ধপব>জড়ষষ ঘড় লিখে ৯৯৩৩ এই নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।
গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।