Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: শমসের মবিন চৌধুরী দল ছাড়ার দুদিনের মাথায় নেতাকর্মীদের 14বিশেষ বার্তা দিতে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী।
তিনি জানান, শুক্রবার তিনি বিমানে করে সিলেট আসবেন। এরপর হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করবেন। এরপর তিনি চলে যাবেন হযরত শাহ পরাণের (রহ.) মাজার জিয়ারতে। বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসার খবরটি সিলেটের শীর্ষ নেতারা জানলেও কেন্দ্রের নির্দেশে তা গোপন রাখছেন। এমনকি দলের মধ্যম সারির নেতাদেরও বিষয়টি জানানো হয়নি।
সিলেট বিএনপির শীর্ষ নেতাদের ধারণা, শমসের মবিনের পদত্যাগের কারণে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানের কোনো বার্তা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ত সিলেট আসছেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পাঠানো এক চিঠিতে বিএনপির সব পদ থেকে সরে দাঁড়িয়ে রাজনীতি থেকেই অবসরের কথা জানান শমসের মবিন।
বৃহস্পতিবার শমসের মবিন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানান।
তিনি বলেন, ‘আমি যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। সম্পূর্ণ শারীরিক কারণে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি। আমি বাইরে যেতে পারি না, আমার চলাফেরার মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এ অবস্থায় রাজনীতি করতে হলে যে ধরনের শ্রম, সময় দেওয়া প্রয়োজন, সেটা আমার পক্ষে শারীরিক কারণে সম্ভব হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘চিকিৎসার জন্য আমার বিদেশে যাওয়া জরুরি। এমআরপি পাসপোর্টের জন্য আবেদন জমা দিয়েছি। হাতে পেলেই যেতে চাই। এ কারণে বিএনপির সব পদ থেকে সরে গিয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকেই তা কার্যকর হবে।