Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: সিলেটের এক বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে খাবার খেয়ে দু16ই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার বিধুর কান্তি সাহা জানান, বৃহস্পতিবার রাতে ওই ১১ জনকে হাসপাতালে আনা হয়।
খাবারে কিছু মেশানো হয়েছিল বলে স্বজনরা সন্দেহ করলেও চিকিৎসকরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
বিধুর কান্তি বলেন, “তারা রাতে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ার কথা বলেছেন। পেটের পীড়াসহ বিষক্রিয়ার লক্ষণ ছিল। তবে খাবারে কিছু মেশানো হয়েছিল কি না- তা পরীক্ষা না করে বলা যাবে না।”
অসুস্থদের অধিকাংশই নগরীর বালুচর এলাকার জমির উদ্দিনের (৭০) পরিবারের সদস্য। তার ভাতিজা মাহমুদুল হাসান জানান, পারিবারিক অনুষ্ঠান থাকায় পাশের বাড়ির কয়েকজনও রাতে খেতে এসেছিলেন।
অসুস্থদের মধ্যে জমির উদ্দিন ছাড়াও তার বোন ছুরই বিবি (৬০), ছেলে কামাল হোসাইন (২৬), ছেলের বউ জোসনা বেগম (৩০), নাতি আব্দুল মজিদ (১৪) ও নাতনী সুমাইয়া বেগম (১১) রয়েছেন। বাকি পাঁচজনের নাম-পরিচয় জানা যায়নি।
মাহমুদুল হাসান বলেন, “রান্নাঘরের জানালা খোলাই থাকে। বাড়িতে চুরি-ডাকাতি করার জন্য কেউ খাবারের হাঁড়িতে কিছু মিশিয়ে থাকতে পারে।”
ডা. বিধুর কান্তি জানান, অসুস্থদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা খারাপ। বাকিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।