Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: পাকিস্তানের একটি স্কুলের নিকট ফাঁকা জায়গায় গুলি চালিয়েছে 18সন্ত্রাসীরা। এ ঘটনায় স্কুলে আতংক সৃষ্টি হয়। প্রায় এক বছর আগে পেশোয়ারের এক স্কুলে তালেবান হত্যাযজ্ঞের পর এ ঘটনা ঘটলো।
ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুন এলাকার মোহমান্দ সীমান্তবর্তী শাবকাদার শহরে। শহরটি প্রধান সাতটি সন্ত্রাসপ্রবণ শহরের অন্যতম, যেখানে তালেবান জঙ্গিরা সক্রিয় রয়েছে।
ডননিউজ উর্দু জানায়, গুলি ও ছেলে-মেয়েদের চিৎকার শুনতে পেয়ে এলাকার বাসিন্দারা বন্দুক এনে ফাঁকা গুলি চালাতে শুরু করে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়’
তবে তাদের কাছে অস্ত্র ছিল কি-না তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
তিনি আরো জানান, পুলিশ এলাকাটিকে ঘিরে ফেলে সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত বছর ডিসেম্বর মাসে তালেবান জঙ্গিরা পেশোয়ারের এক স্কুলে ঢুকে পড়ে ১৫০ জনের বেশি লোককে হত্যা করে। যাদের বেশির ভাগই ছিলো শিশু। এ ঘটনাটি ছিলো পাকিস্তানে এ যাবত সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা। সূত্র : ডননিউজ উর্দু