Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

rip................................খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: : ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত পেপসি-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আজ (বৃহস্পতিবার) পঞ্চম দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে সকালের খবর, আলোকিত বাংলাদেশ, চ্যানেল ২৪, ইত্তেফাক, মাছরাঙ্গা টিভি, চ্যানেল আই, যমুনা টিভি ও বাংলাভিশন।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাহেনুর ইসলামের বিধংসী বোলিংয়ে সকালের খবরকে ৬৬ রানে হারিয়েছে ইনকিলাব। পর পর তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাট্রিক পূর্ণ করে ম্যান অব দ্য ম্যাচ হন রাহেনুর ইসলাম।

দ্বিতীয় ম্যাচে আরটিভি ৩ রানে আলোকিত বাংলাদেশের কাছে হেরে যায়। আলোকিত বাংলাদেশের জিয়াদুল ম্যান অব দ্য ম্যাচ হন।

তৃতীয় ম্যাচে চ্যানেল ২৪ এর কাছে ৪০ রানে হেরেছে ডেইলি অবজারভার।  ম্যাচ সেরা হন চ্যানেল ২৪ এর কিরন।

চতুর্থ ম্যাচে ইত্তেফাক ৪ উইকেটে সমকালকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হন ইত্তেফাকের সাইদুর।

পঞ্চম ম্যাচে মাছরাঙ্গা টিভি ৮০ রানের বিশাল ব্যবধানে আজকের পত্রিকাকে পরাজিত করে। ম্যাচ সেরা হন মাছরাঙ্গার জুবায়ের।

ষষ্ঠ ম্যাচে চ্যানেল আইয়ের কাছে ১ উইকেটে হেরেছে মানবকন্ঠ। ম্যাচ সেরা হন চ্যানেল আইয়ের নিলাদ্রি।

সপ্তম ম্যাচে যমুনা টিভি ১৮ রানে বাংলামেইলকে পরাজিত করে। যমুনা টিভির হিমেল ম্যান অব দ্য ম্যাচ হন।

দিনের শেষ ম্যাচে বাংলাভিশনের কাছে ৭ রানে হেরেছে জিটিভি। ম্যাচ সেরা হন বাংলাভিশনের দিপন।

আগামী শনিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

কোয়ার্টার ফাইনাল:

সকাল ৯:৩০ ইনকিলাব বনাম চ্যানেল ২৪ এবং আলোকিত বাংলাদেশ বনাম যমুনা টিভি

সকাল ১০:৩০ ইত্তেফাক বনাম বাংলাভিশন এবং চ্যানেল আই বনাম মাছরাঙ্গা টিভি

 

 

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫