Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও 29র‍্যালিতে এই দাবি জানানো হয়।
বিশ্বব্যাপি সীসা দুষণ প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত এই মানববন্ধন ও র‍্যালি পরিচালনা করেন এসডোর সেক্রেটারি জেনারেল শাহরিয়া হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০১৩ সাল থেকে বাংলাদেশ পেইন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন রং এ সীসার ব্যবহার বন্ধে একাত্মতা প্রকাশ করে।সম্প্রতি কিছু বড় ও মাঝারি রং কোম্পানি সীসামুক্ত রং বাজারজাত করা শুরু করেছে। রং এ ব্যবহৃত সীসার ক্ষতিকর প্রভাবের ব্যপারে গণসচেতনতা বাড়াতে এসডো বিভিন্ন ধরনের তথ্য শিক্ষা ও যোগাযোগ উপকর তৈরি ও বিতরণ করছে।’
এসডোর পলিসি অ্যাডভোকেসির ফলে শীঘ্রই বিএসটিআই বাংলাদেশে আমদানি ও বিক্রিত রং এ সর্বোচ্চ গ্রহণযোগ্য ৫০ পিপিএম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান বক্তরা।
এসময় এসডোর সেক্রেটারি জেনারেল শাহরিয়া হোসেন রং এ সীসার ব্যাপক ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে এসডোর উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
র‍্যালিটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয়।