খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: সিরিয়ার রাজধানী দামেস্কোর নিকটবর্তী একটি শহরের মার্কেটে সরকারি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০০ জন। শুক্রবার একটি মানবাধিকার সংস্থা ও উদ্ধারকর্মীর দল এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কো থেকে ১০ কিলোমিটার উত্তরে দুমা শহরে সিরিয়ার সরকারি বাহিনী ১২টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা জঙ্গিদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।
সিরিয়ার সিভিল ডিফেন্স গ্রুপ মাটিতে শুয়ে আছে এরকম এক ডজন রক্তাক্ত মৃতদেহের ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে। হামলায় ৪৫ জনের বেশি লোক মারা গেছেন বলে জানায় সিভিল ডিফেন্স গ্রুপ।
প্রসঙ্গত, বিগত ৪ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসছে। গৃহযুদ্ধের কারণে দেশটিতে ২ লক্ষ ৫০ হাজারের মতো লোক নিহত হয়েছে। তাছাড়া গৃহহীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ। দুমার অনেক বাসিন্দাও গৃহহীন হয়েছে।