খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: ডাব্লিউটিএ ট্যুর ফাইনালসে গতকাল গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছেন আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা।
রেড গ্রুপের খেলায় তিনি সরাসরি সেটে হারিয়েছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপকে।
পোলিশ এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন হালেপ। কিন্তু টাইব্রেকারে সেটটা জেতেন রাদওয়ানস্কাই। এরপর দ্বিতীয় সেটটা তিনি সহজে ৬-১ গেমে জিতে নেন।
আর তাতে করে সেমিফাইনালের সম্ভাবনাটা আরো উজ্জ্বর হয়ে উঠে আগ্নিয়েস্কার।