Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু 39হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। প্রথম ও দ্বিতীয় দিনে অনুশীলন ক্যাম্পে উপস্থিত ছিলেন ১১ ক্রিকেটার। পুরো ১৮ ক্রিকেটারদের পেতে প্রধান কোচ হাথুরুসিংহের হয়তো আরও ২-১ অপেক্ষা করতে হবে। তবে সাকিব ক্যাম্পের তৃতীয় দিন, অর্থাৎ শনিবারই অনুশীলনে যোগ দিচ্ছেন। বাকি ৬ ক্রিকেটার রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে ফিরবেন। তারা পরেরদিন ক্যাম্পে যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রে সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে ছুটিতে আছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক সিরিজ এসে পড়ায় ছুটি বাতিল করেই দেশে ফিরতে হচ্ছে এই অলরাউন্ডারকে। ইতোমধ্যে তার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হওয়ার পরপরই ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তবে আন্তর্জাতিক সিরিজ হলে ফিরে আসার কথা আগেই জানিয়ে রেখেছিলেন বিসিবিকে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টোয়েন্টি২০ সিরিজ খেলতে তাই ফিরে আসছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তবে সিরিজের পরই আবার যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন সাকিব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে চান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
প্রসঙ্গত, নভেম্বরের মাঝামাঝিই সাকিব-শিশির দম্পতির প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।