Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: পাওনা টাকা চাওয়ায় ভাগ্নেকে অপহরণ করার অভিযোগ 41উঠেছে মামার বিরুদ্ধে।
অপহৃতের নাম আবদুর রহমান রাব্বি (১১)। সে শহরের তামাকপট্টি শহীদনগর এলাকার সেলিনা বেগমের ছেলে এবং শহরের টানবাজারে অবস্থিত দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
গত ১৮ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে রাব্বিকে তার মামা শহিদুল ইসলাম অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে রাব্বি নিখোঁজ রয়েছে। ঘটনার ১১দিন পর বৃহস্পতিবার বিকালে অপহৃতের মা সেলিনা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
সদর মডেল থানার এএসআই ফরিদ আহমেদ জানান, সেলিনা বেগমের কাছ থেকে তার ভাই শহিদুল ইসলাম ১০ হাজার টাকা ঋণ নেয়। ঋণের টাকা ফেরত চাওয়া নিয়ে সেলিনা বেগম ও তার ভাই শহিদুল ইসলামের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরেই শহিদুল রাব্বিকে অপহরণ করেছে।