খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: মেয়ের লাথি খেয়ে ফজলুল হক (৭০) নামে এক মুক্তিযোদ্ধা বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে টঙ্গীর নিরেশপাড়া এলাকায়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।
নিহত ফজলুল হক টঙ্গীর নিরেশপাড়া এলাকার বাসিন্দা।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়ে উত্তেজিত হয়ে বাবা ফজলুল হককে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।