খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: বিনোদনের জন্য আমরা সবাই কম বেশি টিভি দেখি। তবে অতিরিক্ত টিভি দেখা হতে পারে মৃত্যুর অন্যতম একটি কারণ। যারা বলেন, আমি ধুমপান করি না। আমরা কোন নেশা নেই। শুধু একটু টিভি দেখার নেশা আছে। জানেন কি টিভির নেশাও সিগারেটেম মতো মারত্মক ক্ষতিকর?
সম্প্রতি দীর্ঘক্ষণ টিভি দেখার কুফল নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাদের সেই গবেষণার ফল প্রকাশ করে আমেরিকান জার্নাল অফ প্রেভেনটিভ মেডিসিন। এতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন মৃত্যুর ৮টি প্রধান কারণের মধ্যে অন্যতম একটি হল দীর্ঘক্ষণ টিভি দেখা।
গবেষকদের দাবি, ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান দিনে গড়ে কমপক্ষে সাড়ে ৩ ঘণ্টা করে টিভি দেখেন। একটানা বেশি সময় ধরে টিভি দেখলে ক্যানসার বা কার্ডিওভ্যাসকুলার অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডায়বেটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পারকিনসন্স এবং লিভারের একাধিক সমস্যা ডেকে আনতে পারে টিভি দেখার নেশা।