খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: ১৩ বছরেরও বেশি সময় কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন সৌদি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাকের আমের (৪৬)।
সর্বশেষ ব্রিটিশ বন্দী হিসেবে কিউবার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের পরিচালিত জেল থেকে মুক্তি পেলেন তিনি। খবর আলজাজিরা ও বিবিসির।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড শুক্রবার জানিয়েছেন, আমের মার্কিন কারাগার ছেড়েছেন। তিনি শুক্রবার রাতের মধ্যেই যুক্তরাজ্যে পৌঁছাবেন।
২০০১ সালে আফগানিস্তান থেকে গ্রেফতার করা হয় আমেরকে। এরপর ২০০২ সালে তাকে গুয়ানতানামো বে’তে নেওয়া হয়।
কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই আমেরকে এতদিন বন্দী করে রাখা হয়েছিল।
আমেরকে গ্রেফতারের সময় মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সে তালেবানের একটি দলের নেতৃত্ব দিচ্ছিল। কিন্তু তার পরিবারের দাবি, আমের আফগানিস্তানে দাতব্য কাজের সঙ্গে জড়িত ছিল। অর্থের বিনিময়ে তাকে মার্কিন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়।
আমেরের সমর্থকরা জানিয়েছেন, তিনি কোনো ধরনের সন্ত্রাসমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না। তাকে বিনা বিচারে মার্কিন বাহিনী বন্দী করে নির্যাতন চালিয়েছে।
চার সন্তানের জনক আমের জানিয়েছেন, নিয়মিত তার ওপর নির্যাতন চালিয়েছে মার্কিন সেনারা।