খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: প্রথম দিনেই ৩৭৬ রানের জুটিতে অবিচ্ছিন্ন ছিলেন দুজন। দ্বিতীয় দিনে লাঞ্চের আগে আর ৮১ রান যোগ করতেই ইতিহাসে নাম লেখালেন অ্যারন ফিঞ্চ ও রায়ান কার্টারস। অস্ট্রেলিয়াতে প্রথম শ্রেনির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে নতুন রেকর্ড গড়েছেন এই দুজন।
সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে উদ্বোধনী জুটিতে ৫০৩ রান করেছেন ফিঞ্চ ও কার্টারস। এর আগে অস্ট্রেলিয়াতে প্রথম শ্রেনির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৫৬ রান।
১৯২৩-২৪ মৌসুমে জুটিটি গড়েছিলেন ভিক্টোরিয়ার দুই ওপেনার আরনি মায়ান ও বিল পনসফোর্ড। ৯৩ বছরের অক্ষত রেকর্ডটি এবার ভেঙে দিলেন ফিঞ্চ ও কার্টারস।
প্রথম শ্রেণির ক্যারিয়ার সর্বোচ্চ ২৮৮ রানে অপরাজিত থাকেন ফিঞ্চ। ৪৫৮ মিনিট ক্রিজে থেকে ৩৬৩ বলে ২৪ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান এই বাঁহাতি।
আর কার্টারস আউট হন ২০৯ রান করে। তারও এটা প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৯৮ রান। কার্টারসও ৪৫৮ মিনিট ক্রিজে থেকে ৩৬৪ বলে ১৮টি চারের সাহায্যে ২০৯ রানের ইনিংসটি সাজান।
শুক্রবার দ্বিতীয় দিনের লাঞ্চের ২০ মিনিট আগে কার্টারস আউট হলে ইনিংস ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। এরপর অবশ্য এই ম্যাচে আর খেলা হয়নি। পিচের কন্ডিশন ভালো না থাকায় নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে নামা হয়নি। ম্যাচ ড্র হয়ে যায়।