খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫:ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক ইত্তেফাকের মফস্বল সম্পাদক মীর আফতাব উদ্দিন আহমেদ (৭৪) আর নেই। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার মগবাজারের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মীর আফতাব উদ্দিন দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
সাংবাদিক মীর আফতার উদ্দিন আহমেদ’র জন্ম বরিশাল জেলায়। বরিশালের বিএম কলেজ থেকে বিএ পাশ করে তিনি ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। বার্তা বিভাগে সহ-সম্পাদক, পালা প্রধান এবং মফস্বল সম্পাদক হিসেবে কয়েক দশক দৈনিক ইত্তেফাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মীর আফতাব উদ্দিন।
তাঁর মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।