Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ও 56সাবেক ক্রিকেট তারকা ইমরান খান এবং তার স্ত্রী রেহাম খানের ১০ মাসের বিবাহিত জীবনের অবসান ঘটেছে বিচ্ছেদে।
পারস্পরিক সম্মতিতেই তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে শুক্রবার জানিয়েছেন এক কর্মকর্তা।
বিয়ের ছয় মাসের মাথাতেই ইমরান খানের বিয়ে ঠিকছে না বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা যাচ্ছিল। এমনকি ইমরান খান ট্যুইট বার্তায় বিয়ে বিচ্ছেদের গুঞ্জনকে গণমাধ্যমের ‘অপপ্রচার’ বলে সমালোচনাও করেছিলেন।
সব গুঞ্জন অস্বীকার করে গত মাসে ইমরান ট্যুইটারে লিখেছিলেন, “আমার বিয়ে নিয়ে এক টিভি চ্যানেলের অপবাদজনক বিবৃতিতে আমি স্তব্ধ। গণমাধ্যমগুলোকে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
কিন্তু শেষ পর্যন্ত গুজবই সত্য হল। এক বছরও টিকল না ইমরান-রেহামের বিয়ে। রেহাম টুইটারে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন বলে জানায় বিবিসি।
ইমরান খানের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করে জানিয়েছেন, রেহাম রাজনীতিতে জড়িত হতে চেয়েছিলেন। কিন্তু ইমরানের এতে একেবারেই মত ছিল না। অন্য কারণে তাদের বিরোধ থাকলেও এটিই বিচ্ছেদের মূল কারণ বলে জানান ওই সূত্র ।
এ ঘটনা নিয়ে গুঞ্জন সৃষ্টি না করতে এবং পরিস্থিতির সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল হতে গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ইমরান।
এ বছর জানুয়ারিতে সংবাদমাধ্যম বিবিসি’র সাবেক উপস্থাপক ও মডেল রেহামকে বিয়ে করেন ইমরান খান।
এর আগে ১৯৯৫ সাল ব্রিটেনের জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। কিন্তু ২০০৪ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।