Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: থায় আছে যে জিনিস যেভাবে ব্যবহার করলে ভাল হয়, সেটাকে 57সেভাবেই ব্যবহার করা উচিত। এর ব্যতিক্রম ঘটলে সেখানে বিপত্তি ঘটবে এটাই স্বাভাবিক। গাড়ি সাধারণত সুস্থ মস্তিকেই চালানো উচিত।
কিন্তু নিয়মের এ পৃথিবীতে প্রতিনিয়তই ঘটছে নানা অনিয়ম। আর তাই তো মদ্যপ অবস্থায় এক চালক ট্রাফিক এড়াতে গিয়ে গাড়ি এমন জোর করে স্টার্ট দেন যে, যে গাড়িটি উড়ে গিয়ে পড়ে রাস্তার পাশের একটি বাড়ির ছাদে! । এতেই ঘটে বিপত্তি!
এ সময় ঘরে বসে টিভি দেখছিলেন ৮৩ বছরের বৃদ্ধা জয়সে কিংসলে। হঠাৎ ভীষণ জোরে একটা আওয়াজ পেলেন তিনি। কিন্তু আওয়াজটা উপর থেকে হল না। বৃদ্ধা বাইরে ছুটে গেলেন। কিচ্ছুই দেখতে পেলেন না।
ঘরে ফিরে বুঝতে পারলেন গণ্ডগোলটা ছাদে কোথাও হয়েছে। এরপর বৃদ্ধা যা দেখলেন তা নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারলেন না। ও মা, দেখেন একটা আস্ত গাড়ি তার কাঠের ছাদের ওপর ঝুলছে। গাড়িটা থেকে আওয়াজ পর্যন্ত আসছে।