Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গলের 70বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে আছে চট্টগ্রাম আবাহনী। ৭টা ৪০ মিনিটে পরস্পরের মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরুতেই দুর্দান্ত একটি আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হয় জাহিদ হাসান এমিলির দল।এরপরই পাল্টা আক্রমণে খেলার ১১ মিনিটেই গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
মাঝখানে অনেক আক্রমণ ও পাল্টা আক্রমণ হয় কিন্তু কোন দলই গোল করতে পারেনি। তবে প্রথমার্ধে যোগ হওয়া অতিরিক্ত সময়ে এলিনা কিংসলের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল করে চট্টগ্রাম আবহানীকে এগিয়ে নেন এলিনা কিংসলে। এর পর ম্যাচের ৫৭ মিনিটের সময় ২ গোল করা এলিনার পাশ থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন হেমন্ত ভিনসেন্ট। শেষ খবর পর্যন্ত ম্যাচে এখন ৩-১ গোলে এগিয়ে চট্টগ্রাম আবহানী। এখনও পর্যন্ত খেলা হয়েছে ৬৫ মিনিট।
কানায় কানায় ভরপুর বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই বাংলার ক্লাব ২টি। বিকেলের বৃষ্টিতে উপেক্ষা করেই খেলা দেখতে আসেন হাজার হাজার ফুটবলপ্রেমী।
প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল চট্টগ্রাম আবাহনী। ওই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল অতিথি দলটি। টুর্নামেন্টে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। পক্ষান্তরে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে হেরে গেলেও পরের ম্যাচগুলোতে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রথম থেকেই যোগ্য নেতৃত্ব দেয়া এমিলির দল। করাচি ইলেকট্রিককে ৪-২, ঢাকা আবাহনীকে ১-০ আর আফগানিস্তানের বাজানকে ৩-১ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী।