খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: গ্রিসের দ্বীপ কালিমনোসের কাছে নৌকা ডুবে কমপক্ষে ১৭ শরণার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে গ্রিসের কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানিয়েছে, তুরস্ক থেকে শরণার্থীভর্তি একটি নৌকা গ্রিসে যাওয়ার পথে দেশটির দ্বীপ কালিমনোসের কাছে ডুবে যায়। এখন পর্যন্ত সমুদ্র থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ১৩৮ জনকে। এখনও নিখোঁজ রয়েছে অসংখ্য।
এদিকে গ্রিসের দ্বীপ রোদেসে খারাপ ও ঝড়ো আবহাওয়ার মধ্যে পড়ে ডুবে গেছে আরেকটি শরণার্থীবোঝাই নৌকা। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় ছয় শরণার্থীকে।
এ সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে গ্রিসের কোস্ট গার্ড সদস্যরা। গ্রিসের নৌ-মন্ত্রণালয়ের হিসেবে, এ বছর দেশটির সমুদ উলকূল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় এক লাখ শরণার্থীকে।