খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: বিএনপি থেকে সদ্য অবসর নেওয়া নেতা সমশের মবিন চৌধুরীর পদত্যাগের নেপথ্যে ‘সরকারের চাপ’ রয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘তার (সমশের মবিন চৌধুরী) ওপর মিথ্যা মামলা দিয়ে, চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়ে এবং পাসপোর্ট আটকে রেখে পদত্যাগে চাপ সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা। তিনি স্বেচ্ছায় নয়, বরং সরকারের চাপে রাজনীতি থেকে অবসর নিয়েছেন।’
এ সময় সমশের মবিনকে ‘সিজন পলিটিশিয়ান’ বলেও অভিহিত করেন তিনি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে সংগঠনটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের কাছে তিনি এ কথা বলেন।
‘বিএনপি ভাঙছে’ বলে ক্ষমতাসীন দলের নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিএনপি ভাঙছে, এটি আওয়ামী লীগের দুঃস্বপ্ন।’
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। যারা মুক্তিযুদ্ধের সময়ে পলায়ন করেছে তারা মূলত জনগণকে বিভ্রান্ত করতে এবং কৌতূহল সৃষ্টি করতে এসব বলছে।’
বিএনপি থেকে কে সরে যাচ্ছে, সে বিষয়ে নজর না দিয়ে নিজেদের ঘর সামাল দিতে ক্ষমতাসীনদের পরামর্শ দিয়েছেন তিনি।
দেশ ও জনগণের শান্তি নেই মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আন্দোলন চলবে।
এ সময় বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারসহ আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।