Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: সিলেটের ফেঞ্চুগঞ্জে অস্ত্র, হাতবোমা ও জিহাদি বইসহ দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার নিজামপুর ও হাঁটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নিজামপুর এলাকার রুম্মান মিয়া (২১) ও হাঁটুভাঙ্গা এলাকার মোজাম্মেল হোসাইন (২০)।
দুজনেই শিবিরকর্মী।তাদের দেওয়া তথ্যানুসারে উপজেলার আশিঘর ও হাঁটুভাঙ্গা এলাকার দুটি বাড়ি থেকে ১০১ হাতবোমা, দুইটা পাইপগান ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, গোপন খবর পেয়ে ভোর ৪টার দিকে নিজামপুর এলাকা থেকে রুম্মানকে এবং তার দেওয়া তথ্যে সকাল ৭টার দিকে হাঁটুভাঙ্গা এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে হাতবোমা, পাইপগান ও জিহাদি বই উদ্ধার করা হয়।
নাশকতরার উদ্দেশ্যে অস্ত্র ও বোমাগুলো জড়ো করা হয়েছিল বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।