Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫: রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে 41ব্লগার ও প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টা পূর্বপরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে লালমাটিয়ার ১৩/৮ ডি ব্লকের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে আহমেদুর রশিদ টুটুল, তারিক রহিম ও রণদীপম বসুকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে আহত করে দুর্বৃত্তরা ।
ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশ, র‌্যাব, সিআইডিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আলামত সংগ্রহ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানান, এই হামলা পূর্বপরিকল্পিত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানাবো হবে।
জানা গেছে, ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে টার্গেট করে কয়েকজন দুর্বৃত্ত শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে প্রবেশ করে। কর্মচারীরা কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা টুটুলকে এলোপাথাড়ি কোপাতে থাকে। টুটুলকে রক্ষার জন্য এ সময় সেখানে থাকা তারিক রহিম ও রণদীপম বসু এগিয়ে আসেন। তাদেরও কোপানো হয়। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।